ডেস্ক রিপোর্ট
দলের তৃণমূলের সঙ্গে মতবিনিময়ে বসছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। সংশ্লিষ্ট বিভাগের কমিটির ৫ জন করে নেতাকে মতবিনিময় কালে উপস্থিত থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।
শায়রুল কবির জানান, ৩ আগস্ট সকালে রংপুর এবং রাজশাহী বিভাগে। বিকেলে খুলনা ও বরিশাল। ৪ আগস্ট সকালে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট বিভাগ এবং বিকেলে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।
জানা গেছে, এসব মতবিনিময় বৈঠকে আগামী একাদশ জাতীয় নির্বাচন নিয়ে দলীয় কর্মকৌশল, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তৃণমূলের মতামত নেয়া হবে।