খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ

খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার পাচ্ছেন দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ। ফারাবী জন্মের ৬৬ বছর পূর্তিতে সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়া কবিকে সম্মান জানাতে এই আয়োজন করছেন। জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কবির হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানান সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়া কর্তৃপক্ষ। আজ শুক্রবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬ টায় জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার’ ও স্মৃতি-সম্মেলন ।

অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মত ও পথ সম্পাদক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, বাংলা একাডেমির উপ-পরিচালক কবি আমিনুর রহমান সুলতান, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক কবি শামীম রেজা, হাসিন আরা কাশেম, ডা. জাভেদ মাহমুদ শিপলু, ড. ফাহিমা খান তৃণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।

universel cardiac hospital

‌তিনি জানান, বাংলা সাহিত্যের শক্তিমান কবি নির্মলেন্দু গুণকে সম্মান জানাতে গিয়ে সাহিত্য একাডেমি গৌরব বোধ করছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে