আন্তর্জাতিক ডেস্ক
ইভাঙ্কা ট্রাম্প কিছু ক্ষেত্রে তার বাবার অনেক বিতর্কিত নীতি ও বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য থেকে নিজের দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার বলেছেন, সাংবাদিকরা জনগণের শত্রু নয় এবং তিনি পারিবারিক বিচ্ছিন্নতার কঠোর বিরোধী। খবর এএফপি’র।
গত সপ্তাহে তার ফ্যাশন ব্র্যান্ড বন্ধের ঘোষণা দেয়ার পর এই প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম কন্যা ও সিনিয়র উপদেষ্টা জনসম্মুখে বলেন, ‘অভিবাসন সংকট নিরসনের ব্যাপারে বাবা যেভাবে চিন্তা করছেন সে ক্ষেত্রে আমার নিজের দৃষ্টিভঙ্গি একেবারে ভিন্ন।’
আর এই অভিবাসন সংকট নিয়ে ইভাঙ্কা ট্রাম্প তার উদ্বেগের কথাও ব্যক্ত করেন।
ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে নিউজ ওয়েবসাইট এক্সিওস আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৬ বছর বয়সী ইভাঙ্কা ট্রাম্প বলেন, ‘এই নীতির কারণে হাজার হাজার শিশু তাদের অভিবাসী বাবা-মা’র কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
‘আমি পারিবারিক এবং বাব-মা ও সন্তানদের বিচ্ছিন্নতার কঠোর বিরোধী। সুতরাং আমার অবস্থান বিচ্ছিন্নতা বিরোধী মনোভাবের পক্ষে।’
ইভাঙ্কা ট্রাম্প তার বাবার গণমাধ্যম বিরোধী কঠোর মনোভাব ও নিন্দা থেকে দূরত্ব বজায় রেখেছেন। ট্রাম্প সম্প্রতি কয়েকটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে গণমাধ্যম বিরোধী মনোভাব ব্যক্ত করেন।
গণমাধ্যম জনগণের শত্রু এ ব্যাপারে ইভাঙ্কার মনোভাব জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমি এমনটা মনে করি না।’