সৌদিতে ইয়েমেন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ অংশে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। তবে এ হামলায় কেউ নিহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। হুদায়দা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত বিমান হামলায় ৫২ জন নিহত হওয়ার পাল্টা প্রতিশোধ নিতে দেশটির সেনাবাহিনী এ ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে মনে করা হচ্ছে।

universel cardiac hospital

পার্স টুডে’র প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অংশের জিজান, নাজরান এবং আসির এলাকায় গত দুই দিনে অন্তত পাঁচটি ‘যিলযাল’ প্রকৃতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এদিকে, সৌদি আরবের সীমান্তবর্তী আসির প্রদেশের মাজেজেহ এবং আলাব এলাকা দখলে নিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। এছাড়া জিজান প্রদেশের আল দাউদ এবং আল দুখান পার্বত্য এলাকায় সৌদি মদদপুষ্ট দুই-তিনজনকে হত্যা করেছে তারা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে