শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আন্দোলন থেকে সরে এসে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (৫ আগস্ট) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১০ জেলার ৩০০টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কানেকটিভিটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ারও আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। আগামী দিনে তোমরা আসবে। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের ওপর পড়বে। শিক্ষা ছাড়া কোনও জাতি এগিয়ে যেতে পারে না।’
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সন্তানদের ঘরে রাখেন। যে কোনও অঘটন ঘটলে তাদের দায়-দায়িত্ব কে নেমে? শিক্ষকদের বলছি, আপনাদের ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফিরিয়ে আনেন। তাদের দায়িত্ব পড়াশোনা করা। তারা যেন সে দায়িত্ব সঠিকভাবে পালন করে ।’

universel cardiac hospital

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন নিয়ে অনেকেই গুজব ছড়ানোর চেষ্টা করছে। পলাশি থেকে আইডিকার্ড তেরি করা হচ্ছে। কখনও মুখে কাপড় বেধে অন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে। কখনও হেলমেট পরা হচ্ছে। অনেকে ব্যাগের ভেতর পাথর রাখছে। ছাত্রদের ব্যাগে বই না থেকে পাথর থাকবে কেন? বিডিআর গেটে হামলা হয়েছে। গুলি করলো কারা? শিক্ষার্থীদের মেরে ফেলা হয়েছে বলে গুজব সৃষ্টি করা হয়েছে। মিথ্যাচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে