তেহরানের বিরুদ্ধে আবারো নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রোববার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পর তারা তেহরানের বিরুদ্ধে আবারো নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিক বলেন, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ০৪০১ টার পর ইরান আর মার্কিন ব্যাঙ্কনোট ক্রয় করতে পারবে না এবং তেহরানের কার্পেট রপ্তানিসহ দেশটির বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

universel cardiac hospital

ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পদক্ষেপ এড়াতে পারবে কিনা সে ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে পম্পেও বলেন, ‘যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।’ সিঙ্গাপুরে নিরাপত্তা ফোরামের সম্মেলনে অংশ নেয়ার পর ওয়াশিংটনে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে