আফগানিস্তানে ৫০ বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে সোমবার রাতে প্রচন্ড সংঘর্ষ চলাকালে কমপক্ষে ৫০ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি বেসরকারি বার্তা সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, তালেবান জঙ্গিরা আজরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মধ্যরাতের পর হামলা চালালে সেখানে এ সংঘর্ষ শুরু হয়।
প্রাদেশিক পরিষদের সদস্য আব্দুল ওয়ালি ওয়াকিলের বরাত দিয়ে ওই বার্তা সংস্থা পরিবেশিত খবরে বলা হয়, সংঘর্ষ চলাকালে ৩৫ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়। এদিকে আজরার একটি পুলিশ ফাঁড়িতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্যরা বিমান হামলা শুরু করলে এ দুই মিত্র পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হলে কমপক্ষে ১৫ পুলিশ সদস্য নিহত হয়।
নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অনেক তালেবান জঙ্গি নিহত বা আহত হয়েছে।

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে