মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বী সালাহ

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফরোয়ার্ডের প্রাথমিক তালিকায় স্থান পেলেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো। আর তাদের সঙ্গে সেরা ফরোয়ার্ড হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

universel cardiac hospital

লিগের প্রতিটি ফুটবলারের পজিশন থেকে সেরা ফুটবলারকে বাছাই করতে গেল বারের থেকে চারটি পজিশনের থেকে করা হয়েছে তিন জনের তালিকা। তালিকায় এবারের আসরের লিগ সেরা চ্যাম্পিয়ন্স রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের সংখ্যাই বেশি।

চলতি মাসের ৩০ আগস্ট ২০১৮-১৯ মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে পজিশনভিত্তিক গেল আসরের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

এক নজরে ইউরো সেরা প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা:

গোলরক্ষক: আলিসন (রোমা, বর্তমান লিভারপুলে), জানলুইজি বুফ্ফন (ইউভেন্তুস, বর্তমান পিএসজি), কেইলর নাভাস (রিয়াল মাদ্রিদ)।

ডিফেন্ডার: মার্সেলো (রিয়াল মাদ্রিদ), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ)।

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ,বর্তমান জুভেন্টাস), মোহামেদ সালাহ (লিভারপুল)।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে