আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের সিনিয়র এক কূটনীতিক ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে সংকট নিরসনের প্রচেষ্টায় মার্কিন পররাষ্ট্র দপ্তরে গত বুধবার বৈঠক করেছেন। আমেরিকান যাজক অ্যান্ড্রিউ ব্রুনসনকে আটক করা নিয়ে এ দু’টি দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। খবর এএফপি’র।
তুরস্কের সহকারি পররাষ্ট্রমন্ত্রী সাদাৎ অনাল এ সফরের আগে ও পরে সাংবাদিকদের কিছু বলেননি। তিনি মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভানের সঙ্গে বৈঠক করেন।
এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর জানায়, এ দুই কর্মকর্তা যাজক ব্রনসনসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ন্যাটোর মিত্র এ দুই দেশের মধ্যে এ বিরোধকে বিশ্লেষকরা সবচেয়ে বেশী উত্তেজনাপূর্ণ দ্বিপাক্ষিক টানাপোড়েন হিসেবে দেখছেন। এর আগে ১৯৭৪ সালে তুরস্কের সাইপ্রাসে হামলা চালানোকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
উল্লেখ্য, ব্রুনসনের বিষয়টিকে কেন্দ্র করে উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।