আরিফুলের বাসার সামনে ছাত্রদলের গোলাগুলিতে নিহত ১

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এসময় আরো দুজন গুলিবিদ্ধ হন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দেবপদ রায়। রাত ১১টা ২০ মিনিটে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে মেয়র আরিফের কুমারপাড়াস্থ বাসার সামনে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তিনি বাসায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। নিহত ছাত্রদল নেতা সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুর রহমান রাজু।

universel cardiac hospital

জানা গেছে, মেয়র হিসেবে আরিফুল হক চৌধুরী নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল নিয়ে আরিফের বাসার সামনে জড়ো হন ছাত্রদল নেতাকর্মীরা। এসময় ছাত্রদল কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পদবঞ্চিত নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। এতে ছাত্রদলের পদবঞ্চিত তিনজন আহত হন।

এসময় সংঘর্ষ ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত অপর দুই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাজুর খালাতো ভাই আলমগীর হোসেন জানান, রাজু গুলিবিদ্ধ অবস্থায় মারা যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাব বলেন, গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে হাসপাতালে নেয়া হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে