লেকে ডুবে রমনা পার্কে দুই শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

রাজধানীর রমনা পার্কের লেকের পানিতে ডুবে কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছে- আব্দুল্লাহ আল মাহফুজ ও নাঈমুজ্জামান চৌধুরী আদনান। আব্দুল্লাহ আল মাহফুজের পিতার নাম মাসুদ রানা।

তারা তেজগাঁও কলোনি বাজার এলাকায় থাকতেন। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায়। আদনানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী উপজেলায়।

universel cardiac hospital

নিহতদের সহপাঠি আরিফ হোসেনের উদ্ধৃতি দিয়ে ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, রোববার দুপুর ১২টার দিকে তারা (শিক্ষার্থী) স্কুলে ক্লাস না করে রমনা পার্কে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে রমনা পার্কের ভেতরের লেকে গোসল করতে নামে আদনান ও মাহফুজ। তাদের মধ্যে আদনান সাঁতার জানত না। এ সময় সে তলিয়ে গেলে মাহফুজ তাকে উদ্ধার করতে যায়। কিন্তু উদ্ধার করতে না পেরে দু’জনেই পানিতে তলিয়ে যায়।

পরে পার্কে ভ্রমণরত কয়েকজন ব্যক্তি দুই শিক্ষার্থীকে লেক থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে