ফিফা ব়্যাঙ্কিংয়ে শীর্ষে ফ্রান্স, অনেক পিছিয়ে আর্জেন্টিনা-জার্মানি

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে হারে ফিফা ব়্যাঙ্কিংয়ে এক ধাক্কায় অনেকটা নামল জার্মানি৷ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ হেরেছিল জার্মানরা, জিতেছিল মাত্র এক ম্যাচ৷ বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম্যান্সের কারণে শীর্ষস্থান থেকে এক লাফে ১৫ নম্বরে নেমে এল জোয়াকিম লো’য়ের দল৷

অপরদিকে বিশ্বকাপ জিতে এক নম্বরে উঠে এল ফ্রান্স৷ রাশিয়ায় তৃতীয় স্থানে বিশ্বকাপ মিশন শেষ করা বেলজিয়াম রয়েছে ব়্যাঙ্কিংয়ে দু’নম্বরে। তিন ও চার নম্বরে যথাক্রমে ব্রাজিল, ক্রোয়েশিয়া৷

বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম্যান্সের জন্য ধাক্কা খেল আর্জেন্টিনাও৷ ফিফা ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে ১১ নম্বরে রয়েছে তারা৷ ছয় নম্বরে রয়েছে সাউথগেটের ইংল্যান্ড৷ আয়োজক রাশিয়া এক লাফে ২১ ধাপ এগিয়ে ৪৯ নম্বরে উঠে এল৷ বিশ্বকাপের নকআউটে স্পেনের মতো হেভিওয়েট দলকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল রাশিয়া৷ পাশাপাশি ২০ ধাপ পিছিয়ে ৬৫ নম্বরে নেমে এলো সালাহ’র মিশর৷

একনজরে ফিফা ব়্যাঙ্কিংয়ের প্রথম পনেরো দল
১)ফ্রান্স
২)বেলজিয়াম
৩)ব্রাজিল
৪)ক্রোয়েশিয়া
৫)উরুগুয়ে
৬)ইংল্যান্ড
৭)পর্তুগাল
৮)সুইজারল্যান্ড
৯)স্পেন
৯)ডেনমার্ক, যুগ্মভাবে সমসংখ্যাক পয়েন্ট নিয়ে
১১)আর্জেন্টিনা
১২)চিলি
১৩)সুইডেন
১৪)কলম্বিয়া
১৫)জার্মানি

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে