হাসপাতালে সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ

ক্রীড়া ডেস্ক

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। শুক্রবার সন্ধ্যায় মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পেটে ও বুকে ব্যথা অনুভূত হলে সেখানে ভর্তি হন তিনি। আরোগ্য লাভে সবার দোয়া চেয়েছেন।

কায়সার হামিদ বাংলাদেশের ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র। ক্যারিয়ারসেরা সময় কাটিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১৯৮৬, ১৯৮৭, ১৯৮৮, ১৯৯৩ ও ১৯৯৬ সালে লিগ চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী ক্লাবটির সদস্য ছিলেন তিনি। ১৯৮৯-১৯৯০ পর্যন্ত সাদা-কালোদের অধিনায়ক ছিলেন ৫৪ বছর বয়সী ফুটবলার।

universel cardiac hospital

ঢাকার পাশাপাশি ওপার বাংলার লিগও মাতিয়েছেন হামিদ। ১৯৮৭, ১৯৮৮,১৯৯০ ও ১৯৯১ সালে কলকাতা জায়ান্ট মোহামেডানের জার্সি গায়ে খেলেন তিনি। বয়ে আনেন দেশের জন্য সুনাম। স্বভাবজাত মিডফিল্ডার হলেও জাতীয় দলের হয়ে দীর্ঘদিন রক্ষণ সামলান তুখোড় সৈনিক।

১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপে লাল দল এবং ১৯৯৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে