আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল

ক্রীড়া ডেস্ক

আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ ‘এ’ দল । বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন মিঠুন।

তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল। ডাবলিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নেমে আসে ১৮ ওভারে। শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে আইরিশরা ৫ উইকেটে ১৮৩ রান তোলেন। লক্ষ্যটা কঠিন হলেও সেটা অনায়াসে টপকে যায় বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের লক্ষ্যে।

universel cardiac hospital

এ ক্ষেত্রে বাহবা পেতে পারেন বাংলাদেশের দুই ওপেনার মিঠুন ও সৌম্য সরকার। এই জুটির ১১৭ রানের ওপর ভর করেই ২-১ এ সিরিজ জেতে সফরকারীরা। সৌম্য ৩০ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। ২ চার ও ৪ ছক্কায় ৪৭ রান তুলে থামলেও আরেক প্রান্তে বিধ্বংসী ব্যাটিং করেন মিঠুন। মাত্র ৩৯ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেন ৮০ রান।

টস জিতে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডের ভিত গড়ে দেন উইলিয়াম পোর্টারফিল্ড। পোর্টারফিল্ড ৩৯ বলে খেলে দলীয় সর্বোচ্চ ৭৮ রান করেন। আরেক ব্যাটসম্যান সিমি ৪১ বলে করেন ৬৭ রান। এই দুই ব্যাটসম্যানের অর্ধশতকই আইরিশদের ভিত মজবুত করে।

তবে বল হাতে বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিন ছিলেন দুর্দান্ত। ২৮ রানের বিনিময়ে স্বাগতিকদের ৪ উইকেট তুলে নেন তরুণ এই পেসার।

সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের সৌম্য সরকার।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে