প্রধানমন্ত্রীকে এসএমএস করে গরু পেলেন জামালপুরের হিজড়া সম্প্রদায়

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুর সদরের হিজড়া সম্প্রদায়কে কোরবানির জন্য একটি গরু উপহার দিয়েছেন। ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় জেলা প্রশাসক তাদের কাছে এই গরু হস্তান্তর করেন।

খোকন জানান, সোমবার (২০ আগস্ট) সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মোবাইলে একটি এসএমএস পান। এসএমএস-দাতা বলেন, তার নাম ময়ূরী, তিনি হিজড়া সম্প্রদায়ের একজন। ময়ূরী প্রধানমন্ত্রীর কাছে ঈদে কোরবানি দেয়ার জন্য একটি গরু চেয়েছেন।

universel cardiac hospital

এসএমএস দেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে ময়ূরীর ফোন নম্বরে যোগাযোগ করে একটি কোরবানির গরু পাঠিয়ে দেয়ার নির্দেশ দেন।

একান্ত সচিব ওই নাম্বারে ফোন করে জানতে পারেন, ময়ূরী জামালপুর সদরে হিজড়া পল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজড়া বসবাস করেন। একান্ত সচিব তাৎক্ষণিকভাবে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন। জেলা প্রশাসক হিজড়া সম্প্রদায়ের কাছে এক লাখ টাকা দামের একটি গরু এবং আনুষঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে