সৌরভ গাঙ্গুলীকে ছাড়িয়ে কোহলি

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের মাঠে নতুন নজির স্থাপন করলেন বিরাট কোহলি। এজবাস্টনের পর নটিংহামেও অসাধারণ ব্যাটিং করেছেন ভারতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক।

universel cardiac hospital

ইংলিশদের বিপক্ষে এজবাস্টন এবং লর্ডস টেস্টে পরাজিত হওয়া ভারতীয় দল নটিংহামে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। নটিংহাম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি বিরাট কোহলি। তবে সেঞ্চুরি না পেলেও এদিন বিদেশের মাঠে নতুন কীর্তি গড়েছেন ভারতীয় দলের অধিনায়ক।

এতদিন ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাঠে ২৮ টেস্ট খেলে সর্বাধিক ১৬৯৩ রানের মালিক ছিলেন সৌরভ গাঙ্গুলী। মাত্র ১৯টি টেস্ট খেলে সৌরভের সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি।

নটিংহামে প্রথম ইনিংসে ৯৭ রান করার মধ্য দিয়ে বিদেশের মাঠে ১৯ টেস্ট খেলে বিরাট কোহলির সংগ্রহ ১৭৩১ রান।

এদিকে গতকাল সোমবার দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারে ২৩তম সেঞ্চুরিটা তুলে নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ আউট হয়েছেন ১০৩ রানে। বিরাটের ব্যাটে ভর করে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে