৫ দিন ছুটির ফাঁদে সোনামসজিদ বন্দর

অর্থনীতি ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে ৫ দিন ছুটির ফাঁদে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তর সোনামসজিদ স্থলবন্দর। গতকাল সোমবার থেকেই এ স্থলবন্দরের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। তবে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে ইমিগ্রেশন কর্মকর্তারা জানান।

সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, সোমবার থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ আগস্ট থেকে ৫ দিন বন্ধ থাকবে স্থলবন্দর। আগামী ২৫ আগস্ট বন্দরের সব কার্যক্রম আবার চালু হবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন বিভাগ চালু থাকায় পাসপোর্টধারী যাত্রীরা এই ছুটির আওতায় মুক্ত থাকবে।

সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে