সেপ্টেম্বরে চট্টগ্রাম এবং কক্সবাজারে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। এই আসরকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রাথমিক তালিকায় থাকা খেলোয়াড়দের নিয়ে ৩০ আগস্ট চট্টগ্রামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
৪ ওপেনার, ৬জন মিডল অর্ডার ব্যাটসম্যান, ৩ জন স্পিনার, ৫জন অলরাউন্ডার ও ৫জন পেসার নিয়ে গড়া হয়েছে প্রাথমিক দল। কিছু দিন আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কান কোচ নাভিদ নেওয়াজ। তার অধীনে ঈদের আগে চট্টগ্রামে এক দফায় ক্যাম্প করেছে যুবারা।
২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে যুব এশিয়া কাপের আসর। চট্টগ্রামের দুটি- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম এবং কক্সবাজারের দুটি- শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে খেলাগুলো।
যুব এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড :
ওপেনার : প্রান্তিক নওরোজ, সজীব হাসান, প্রীতম কুমার ও তানজিদ হাসান তামিম।
মিডল অর্ডার ব্যাটসম্যান : পারভেজ হোসেন ইমন, তওহীদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, অমিত হাসান, সামীম পাটোয়ারী ও আকবর আলি।
স্পিন বোলার : রকিবুল হাসান, মিনহাজুর রহমান ও নাইম হাসান সাকিব।
অল রাউন্ডার : শাহাদাত হোসেন দিপু, রিশাদ হোসেন, মোঃ মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস অর্নব ও তানজিল হোসেন সাকিব।
পেস বোলার : রয়েল আহমেদ, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ হিল গালিব, শাহীন আলম ও মেহেদী হাসান।