ইতিবাচকভাবে রাজনীতি চর্চা করতে হবে : ড. কামাল

ডেস্ক রিপোর্ট

বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রাজনীতি হবে ইতিবাচক, ইতিবাচকভাবেই রাজনীতি চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ রুগ্ণ রাজনীতি বর্জন করে সুস্থ রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। আমাদেরকে সাংবিধানিক শাসনের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

universel cardiac hospital

শুক্রবার গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভার সভাপতির ভাষণে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের বাক-স্বাধীনতা, আইনের শাসন, কার্যকর গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার অধিকার অর্জন করতে হবে। জনগণের জান-মালের স্বাধীনতা, বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, দুর্নীতি-সন্ত্রাস-সাম্প্রদায়িকতামুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে।

সম্প্রতি কোটা সংস্কারের আন্দোলন ও নিরাপদ সড়কের জন্য ছাত্র আন্দোলনকে অত্যন্ত যৌক্তিক এবং জনগণ এ আন্দোলনকে সমর্থন করেছে উল্লেখ করে তিনি অবিলম্বে ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার দাবি জানান।

ড. কামাল স্বাধীনতার স্বপ্ন অগ্রসরমাণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন মোস্তফা মোহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, জামালউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আওম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, অধ্যাপিকা বিলকিস বানু, হারুনুর রশীদ তালুকদার, খান সিদ্দিকুর রহমান, মোহাম্মদ রওশন ইয়াজদানী, আব্দুল হাছিব চৌধুরী, নৃপেন ঘোষ, ফরিদা ইয়াছমীন, ডা. আব্দুল্লাহ আল-মাহমুদ বীরপ্রতীক প্রমুখ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে