‘ঢাকা’ছবির নায়ক হেমসওর্থ!

বিনোদন ডেস্ক

‘ঢাকা’নামের একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন‘থর’অভিনেতা ক্রিস হেমসওর্থ। এ বছরের নভেম্বরে ভারতে শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং। তবে ছবিটি তৈরি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য।

ব্যবসাসফল ছবি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর দুই পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো ‘ঢাকা’ছবিটি প্রযোজনা করছেন। আর এ ছবি দিয়ে পরিচালক হিসেবে নাম লেখাতে যাচ্ছেন স্যাম হারগ্রেভ।

ক্রিস হেমসওর্থ ছাড়াও ‘ঢাকা’ছবিতে অভিনয় করবেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ছবির অন্যতম অভিনেতা ক্রিস ইভানস।

ছবির গল্প লিখেছেন প্রযোজক দুই ভাই জো ও অ্যান্থনি।তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র ব্যানারে নির্মিত হবে ছবিটি।‘ঢাকা’র গল্পে একজন ভারতীয় ব্যবসায়ীর ছেলেকে বাঁচানোর জন্য ভাড়া করা হয় হেমসওর্থকে।

নভেম্বর মাসে শুটিং শুরু হয়ে ২০১৯ সালের মার্চ পর্যন্ত চলবে ‘ঢাকা’ ছবির শুটিং। ভারত ছাড়া ইন্দোনেশিয়াতেও ছবিটির শুটিং হবে।

সূত্র: হলিউড রিপোর্টার

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে