স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : পিতা-পুত্রের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প ‘পিতা’

বিনোদন ডেস্ক

পিতা-পুত্রের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পিতা’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন এলিনা শাম্মী ও আফফান মিতুল।

ছবিটি পরিচালনা করেছেন প্রবীণ নির্মাতা আমিনুল ইসলাম।

চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে পরিচালক জানান, ‘পিতা’ চলচ্চিত্রটির কাহিনি এগিয়েছে মিতুল ও মিতাকে কেন্দ্র করে। নিম্নবিত্ত পরিবারের ছেলে মিতুল। তার কোটিপতি প্রেমিকাকে আকৃষ্ট করতে রিকশায় বসে নিজেকে নানাভাবে বড়লোক প্রমাণ করার বুলি আওড়ায়।

একসময় মিতুল বুঝতে পারে, যে রিকশায় মিতাকে নিয়ে সে বসে আছে সেটি তার পিতার। কিন্তু এ অবস্থায় কি মিতুল তার প্রেমিকার সঙ্গে পিতাকে পরিচয় করিয়ে দিবে? আর এই পরিস্থিতিতে পিতার বা কি করা উচিত? এমন ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে গল্পটি।

শনিবার নগরীর ধানমন্ডিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগির একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এটি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে