‘সেরা তিন নাটক’ পরিচালনায় তারা…

বিনোদন ডেস্ক

টেলিভিশন নাট্যকার সংঘ প্রথমবার আয়োজন করেছিল তিন মাস মেয়াদী নাটক রচনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স ‘নাটক রচনা শৈলী’। গত মার্চ থেকে মে মাস পর্যন্ত অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মশালা। গতকাল শুক্রবার বিকেলে নগরীর নিকেতনে টেলিভিশন নাট্যকার সংঘের নিজস্ব কার্যালয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রডিউসার এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাট্যজন মামুনুর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ও রেডিও ভূমির স্টেশন ইনচার্জ শামস সুমন।

universel cardiac hospital

তা ছাড়া অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা তিনটি নাটকের জন্য তিনজন নাট্যকারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ী তিন তরুণ নাট্যকার হলেন- মাসুদ রানা সবুজ, সাহনিমা তাসনিম ও ফকির মিনারুল ইসলাম। তাদের লেখা এ নাটকগুলো নির্মাণ করবেন পরিচালক সুমন আনোয়ার, গোলাম সোহরাব দোদুল ও মাবরুর রশীদ বান্নাহ্।

এই তিনটি নাটক বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে প্রচারিত হবে। প্রযোজনাও করবে এই প্রতিষ্ঠানটি। এছাড়া প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা রেডিও ভূমিতে নাটক লেখার সুযোগ পাবেন বলে এ সময় জানানো হয়েছে।

টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও কোর্স পরিচালক নাট্যকার-নির্মাতা এজাজ মুন্না এবং সহ-সভাপতি বৃন্দাবন দাস। অতিথিরা টেলিভিশন নাট্যকার সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামীতে এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাট্যকার ও অভিনেত্রী এলিনা শাম্মী।

এবারের প্রশিক্ষণ কোর্সে ২৩ জন অংশগ্রহণকারীকে ২৬ জন প্রশিক্ষক নাট্য রচনার বিভিন্ন কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষকদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাট্য রচয়িতা, নির্মাতা, অভিনয়শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব। প্রশিক্ষণ কর্মশালার প্রথম আবর্তনের ধারাবাহিকতায় আগামী বছরের ৪ জানুয়ারি প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় আবর্তন শুরু হবে বলে জানিয়েছেন এজাজ মুন্না।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে