কারাগারে আদালত : রিটের অনুমতি পেলেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা’র বিচারে পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে আদালত স্থাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করার অনুমতি পেয়েছেন।

universel cardiac hospital

রবিবার দুপুরের দিকে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীদের করা আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ অনুমতি দেন।

গত ০৪ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারিক আদালত স্থানান্তরের গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। নিরাপত্তাজনিত কারণে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে বিশেষ জজ আদালত-৫ হিসেবে ঘোষণা করা হয়।

এর পরের দিন (০৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো কারাগারের অভ্যন্তরে আদালত বসে। আর সেখানে হুইল চেয়ারে করে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আসা হয়। তবে সেদিন বিএনপি নেত্রীর আইনজীবীরা আদালতে যাননি। সেই গেজেট সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি বলে মন্তব্য করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের সাজা নিয়ে গত সাত মাস ধরে পুরনো ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে