ইউজিসি স্বর্ণপদক পাচ্ছেন ৩৫ জন শিক্ষক

ডেস্ক রিপোর্ট

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ‘ইউজিসি স্বর্ণপদক’ পাচ্ছেন আগামীকাল।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে শিক্ষকদের হাতে এ পদক তুলে দেবেন । উচ্চশিক্ষায় মৌলিক গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য তাদের এ পুরস্কার দেয়া হচ্ছে।
এবার ২০১৬ সালের ১৮ জন এবং ২০১৭ সালের ১৭ জন শিক্ষক ইউজিসি স্বর্ণপদক পাচ্ছেন। নির্বাচিতদের সনদ ও স্বর্ণপদকসহ বইয়ের জন্য ৫০ হাজার টাকা এবং প্রবন্ধের জন্য ৩০ হাজার টাকা প্রদান করা হবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর সচিব মো: সোহরাব হোসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন।
এছাড়া,জাতীয় অধ্যাপক, ইউজিসি সদস্য,সচিব, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বরেণ্য শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন।
আগস্ট ২০১৮ মাসে ইউজিসি অ্যাওয়ার্ড এডভাইজরি কমিটি এক সভায় ‘ইউজিসি অ্যাওয়ার্ড’ এর নাম পরিবর্তন করে ‘ইউজিসি স্বর্ণপদক’ করা হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে