ইউআইইউ আন্তঃবিশ্ববিদ্যালয় ইনোভেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট

আন্তঃবিশ্ববিদ্যালয় ইনোভেশন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। ‘বিদ্যুৎ ও জালানি সপ্তাহ-২০১৮’ উপলক্ষ্যে বিদ্যুৎ, জালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত প্রতিযোগীতায় পুরস্কারপ্রাপ্ত প্রকল্পের নাম ‘ডিমান্ড রিসপন্স এনাবলড স্মার্ট গ্রিড’।

সম্প্রতি বসুন্ধরা কনভেনশন সেন্টারে জালানি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জালানি গবেষণা কেন্দ্রের পরিচালক ও প্রকল্পের টিম লিডার শাহরিয়ার আহমেদ চৌধুরী। এই উদ্ভাবনী প্রকল্প স্বয়ংক্রিয়ভাবে জাতীয় গ্রিডের বিদ্যুতের লোড ব্যবস্থাপনা এবং বিদ্যুত চুরির বার্তা সেবাদাতার কাছে পাঠাতে পারবে। এছাড়া মোবাইলের মাধ্যমে গ্রাহকের বৈদ্যুতিক সেবার অবস্থা র্পযবেক্ষণ করা যাবে।

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে