হাজির ছাড়া খালেদা জিয়ার জামিন বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে আদালতে হাজির না হলে তার জামিন থাকবে কি না সে বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামীকাল শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বুধবার সাবেক কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন।

universel cardiac hospital

আজ মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে আদালতে হাজির করতে চাইলে তিনি যেতে অনিচ্ছুক বলে জানান।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া তার জামিন বাড়ানোর আবেদন করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক বলেন, যেহেতু খালেদা জিয়া আদালতে আসতে ইচ্ছুক নয়, সেই ক্ষেত্রে তার অনুপস্থিতিতে মামলার কাজ চালিয়ে নেওয়া যায় কি না এবং তিনি না আসলে তার জামিন থাকবে কি না সেক্ষেত্রে শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করে এ দিন পর্যন্ত তার জামিন বর্ধিত করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে