বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুহিলপুর

ক্রীড়া ডেস্ক

যুব ও ত্রুীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার বিকালে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশ মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭)ফাইনাল ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলায় সুহিলপুর ইউনিয়ন ২-০গোলে সুলতানপুর ইউনিয়নকে পরাজিত করে।

universel cardiac hospital

এসময় ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, এক সময় বাংলার জনপ্রিয় খেলা ফুটবলকে আবারও নতুন করে জাগ্রত করতে হবে।
খেলাধুলা যুব সমাজ কে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসায় বাংলাদেশের খেলাধুলা উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশ মূখ উজ্জল করেছে।

তিনি বলেন ফুটবল খেলোয়াড় তৈরী করতে ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে হবে। আমি আশা করছি আগামীতেও ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলা এভাবে এগিয়ে যাবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা ত্রুীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড.তাসলিমা সুলতানা খানম নিশাত, সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সেলিম উদ্দিন,জেলা ত্রুীড়া সংস্থার সহ সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা ত্রুীড়া সংস্থার সাধারন সম্পাদক এবিএম তৈমূর,সদর উপজেলা শিক্ষা অফিসার জীবন ভ্রটাচার্য, উপজেলা কৃষি অফিসার তোফায়েল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা মো শহীদুল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো আঃ রহমান, ব্রাহ্মণবাড়িয়া ফুটবল এসোসিয়েশন সভাপতি অ্যাড. ইউসুফ কবির ফারুক, টুনামেন্ট কমিটির সন্মনয়ক মনিরুল আলম।

পুরো খেলার ধারাবিবরনীতে ছিলেন মিজানুর রহমান মিজান।

খেলা পরিচালনা (রেফারী) দায়িত্ব পালন করেন আবু মুসা খসরু, মো আতিকুর রহমান, রফিকুল ইসলাম,রিয়াজ উদ্দিন ।
খেলা চলাকালীন সময়ে পুরো মাঠের চারপাশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্রীড়া প্রেমী দর্শকের ঢল দেখা যায়।

উল্লেখ্য এ টুনামেন্টে ১১টি ইউনিয়নের ১১টি দল অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে