এশিয়া কাপের ছয় দলে কারা খেলছে?

ক্রীড়া ডেস্ক

আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ক্রিকেট লড়াই। আবু ধাবি এবং দুবাই স্টেডিয়ামে ১৫ -২৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এশিয়ার বিশ্বকাপ হিসেবে খ্যাত এশিয়া কাপে লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান এবং হংকং।

টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারত নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেয়া এবারের আসরে দলটির নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা, পাকিস্তানের সরফরাজ আহমেদ, শ্রীলংকার এ্যাঞ্জেলো ম্যাথুজ, আফগানিস্তানের আসগর আফগান এবং হংকং এর অংশুমান রাথ। একমাত্র হংকং ছাড়া এশিয়ার বাকি পঁচটি দেশই আগামী বছর ইংল্যান্ড ওয়েলসে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপে খেলবে। সে দিক বিবেচনায় মুলত এ টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে এশিয়ার দেশগুলো। বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ।

universel cardiac hospital

অংশগ্রহনকারী ছয় দলের খেলোয়াড় তালিকা:

বাংলাদেশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক),সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক।

ভারত: রোহিত শর্মা(অধিনায়ক), শিখর ধাওয়ান, কে এল রাহুল, আম্বাতি রাইদু, মনীষ পান্ডে, কেদার যাদব, এমএস ধোনি, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, হার্ডিক পান্ডে, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, শারদুল ঠাকুর, খলিল আহমেদ।

শ্রীলংকা: এ্যাঞ্জেলো ম্যাথুজ(অধিনায়ক), কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, উপুল থারাঙ্গা, নিরোশান ডিকবেলা, শেহান জয়াসুরিয়া, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন রাজিথা, সুরঙ্গ লাকামাল, দুসমন্ত চামিরা, লাসিথ মালিঙ্গা।

পাকিস্তান: সরফরাজ আহমেদ(অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, জুনাইদ খান, উসমান সিনওয়ারি, শাহিন আফ্রিদি।

আফগানিস্তান: আসগর আফগান(অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, জাবেদ আহমাদি, রহমত শাহ, হাশমত শহিদি, মোহাম্মদ নবী, রাশিদ খান, নজিবুল্লাহ জাদরান, মুজিব উর রহমান, আফতাব আলম, সামিউল্লাহ সিনওয়ারি, মুনির আহমেদ কাকার, সৈয়দ আহমদ শেরজাদ, শরাফুদিন আশরাফ, ওয়াফাদার।

হংকং: অংশুমান রাথ(অধিনায়ক), আইজাজ খান, বাবর হায়াত, ক্যামেরন ম্যাকআলসান, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, এহসান নওয়াজ, আরশাদ মোহাম্মদ, কিঞ্চিত শাহ, নাদিম আহমেদ, র‌্যাগ কাপুর, স্কট ম্যাককেচিন, তারভির আহমেদ, তানবির আফজাল ওয়াকাস খান, আফতাব হুসেইন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে