জ্যামাইকার ২৮ নাবিককে উদ্ধার করেছে কলম্বিয়ার নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

জ্যামাইকার বিপন্ন ২৮ নাবিককে উদ্ধার করেছে কলম্বিয়ার নৌবাহিনী। মাছ ধরা জাহাজে অগ্নিকান্ডের ফলে প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেয়া এসব নাবিককে ক্যারাবিয়া থেকে উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়। খবর এএফপি’র।
কলম্বিয়ার সান এনডেস ও প্রভিডেনসিয়া এলাকার নৌ কমান্ডার রিয়ার এডমিরাল জুয়ান ফ্রান্সিস্কো হ্যারিরা শনিবার জানান, বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে সমুদ্রগামী ‘রিয়েল ম্যাজিক’ নামের একটি মাছ ধরা জাহাজে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় নাবিকরা লাইফ বোট নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয় এবং সাহায্যের জন্য অপেক্ষা করে।
জাহাজের ক্যাপ্টেন স্যাটেলাইট ফোনের মাধ্যমে জ্যামাইকান দূতাবাসে বার্তা পাঠায়।
দূতাবাস থেকে কলম্বিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং কায়ো সেরানিলা দ্বীপের দক্ষিণে আগুনে ধ্বংস জাহাজটির নাবিকদের উদ্ধারের অনুরোধ জাননো হয়। পরে মার্কিন এয়ারক্রাফ্টের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
হ্যারিরা বলেন, একটি বাণিজ্যিক জাহাজ সিঙ্গাপুর থেকে পানামা ক্যানেল হয়ে যাচ্ছিল। এ সময় জাহাজটি তাদের খুঁজে পায়।
কয়েকজন নাবিকের শরীর পুড়ে গেছে এবং অনেকে পানিশুন্যতায় ভুগছে বলে কলম্বিয়ার সেনাবাহিনী জানায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে