আগামী মাসে নতুন এমপিওর সিদ্ধান্ত হবে : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট

নতুন করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত করার বিষয়ে আগামী মাসের মধ্যে ফয়সালা হবে বলে সংসদে আজ রবিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন ।

জাতীয় সংসদে সরকারদলীয় সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

universel cardiac hospital

আগামী ডিসেম্বরের আগে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে-জাহাঙ্গীর হোসাইনের এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় না করলে এমপিও দেওয়া যায় না। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় রাজি হয়েছে এবং কিছু টাকা বরাদ্দও দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়েছে, আগ্রহীরা অনলাইনে আবেদন করবেন। এসব আবেদন বাছাই করা হবে।

তবে কিসের ভিত্তিতে এমপিও দেওয়া হবে, তা প্রধানমন্ত্রীর মতামত নিয়ে আগামী মাসের মধ্যে ফয়সালা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, কতসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান এবার এমপিওভুক্ত হবে, তা এখনই তিনি বলতে চান না। তবে সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন। আগামী মাসের মধ্যে এমপিওর বিষয়ে ফয়সালা হবে।

লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করতে সব বোর্ডের সমন্বিত উদ্যোগে প্রশ্ন ব্যাংক করার পরিকল্পনা গ্রহণ করছে।

মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে মাধ্যমিক বিদ্যালয় সরকারি করার পরিকল্পনা আছে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে