কলকাতার মার্কেটে একের পর এক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কলকাতার ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি ৬ তলা মার্কেট।

ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে, শনিবার রাত আড়াইটার দিকে ওই মার্কেটে আগুন লাগে ।

universel cardiac hospital

আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রায় ৪০টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুপুর গড়িয়ে যাবার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সন্ধ্যার পর থেকে আবার তীব্র রূপ নেয়।

এর আগেই আগুনের শিখায় শেষ হয়ে যায় বহু দোকান ও সম্পদ। এক, দুই, তিন করে ছয় তলা পর্যন্ত ছড়িয়ে পুড়ে ছাই হয়ে যায়্

এদিকে আজ রবিবার সন্ধ্যার পর থেকে পানির অভাবে পড়ে ফায়ার সার্ভিস কর্মীরা। ঠিক মতো পানি দিতে না পারায় আগুন আরও রুদ্র রূপ ধারণ করে।

এরই মধ্যে বাগরি মার্কেটের তিনতলায় পর পর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। মনে হয় যেন গোলাগুলি চলছে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, তিনতলায় গ্যাসের সিলিন্ডার, নেলপলিশসহ অন্যান্য রাসায়ানিক পদার্থের গুদামে আগুন লাগার ফলে এই বিস্ফোরণ ঘটে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে