জিডিপির প্রবৃদ্ধিতে পরিকল্পনামন্ত্রীর আভাসই সত্যি হলো

ডেস্ক রিপোর্ট

২০১৭-১৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধিতে রেকর্ড হয়েছে। চূড়ান্ত হিসাবে আলোচ্য বছরে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। এটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর (বিবিএস) চূড়ান্ত হিসাব।

এর আগে বিবিএসের সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশ ধরা হয়েছিল।

universel cardiac hospital

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ রিপোর্ট উপস্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিবিএসের দেওয়া তথ্যমতে, বিদায়ী অর্থবছরে সরকার বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ৭.৪ শতাংশ। সাময়িক প্রাক্কলনে তা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি, অর্থাৎ ৭.৬৫ শতাংশ অর্জিত হয়। এখন চূড়ান্ত তথ্য বলছে, ৭.৮৬ শতাংশ। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ০.৪৬ শতাংশ বেশি।

এর আগে গত ৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি বাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সেটি যে ৮ শতাংশের কাছাকাছি যাবে, সেই আভাসও দিয়ে রেখেছিলেন তিনি। অবশেষে পরিকল্পনামন্ত্রীর আভাসই সত্যি হলো।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে