নাইজেরিয়ায় বন্যায় শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

গত কয়েকদিন ধরে নাইজেরিয়ার বিভিন্ন অংশে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় শতাধিক মানুষ নিহত এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য সরকারিভাবে ১০০ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

universel cardiac hospital

সোমবার দেশটির জাতীয় জরুরী ব্যবস্থাপনা সংস্থা’র মুখপাত্র সানি দত্তির বলেন, আমাদের হাতে আসা তথ্য মতে দশটি রাজ্যে এখন পর্যন্ত ১০০ জন নিহত হয়েছে।

আর এ বন্যায় ফলে দেশটির কোগি, নাইজার, আনাবাড়া ও ডেল্টা এই চারটি প্রদেশে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের তল্লাশি, উদ্ধার এবং পুনর্বাসনের কাজ করে যাচ্ছে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে