বাস ও তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে ইরাকে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের মধ্যাঞ্চলে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র।
সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১১টায় রাজধানী তেহরান থেকে ২শ’ কিলোমিটার দক্ষিণে কাশান ও নাতানজ্ এর মধ্যকার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশের কমান্ডার জেনারেল মোহাম্মদ হোসেইন হামিদি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কারটি বাঁক নিতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয় এবং এতে দুটিতেই আগুন ধরে যায় ঘটনাস্থলেই ১৯ জন নিহত হয়।
বিশ্বে ইরানে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। মূলত দুর্বল সড়ক ব্যবস্থাপনা, বেপরোয়া গাড়ি চালানো এবং মার্কিন অবরোধের কারণে স্থানীয়ভাবে তৈরি নি¤œমানের পরিবহন সরঞ্জাম এর জন্যে দায়ী।

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে