এশিয়া কাপের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়ে গতকাল মঙ্গলবার দেশে ফিরে এসেছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। সেই ইনজুরি নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করায় ইতোমধ্যে তামিমকে নিয়ে সারা বিশ্বেই অনেক আলোচনা হচ্ছে। এমন একটা ইনজুরি নিয়ে দলকে রেখে চলে আসাটা তামিম ইকবালের কাছে বিরাট একটা হতাশার ব্যাপার।
দেশে ফিরে বিমানবন্দরে সেই হতাশার কথাই বলছিলেন তামিম, ‘সত্যি কথা এশিয়া কাপ নিয়ে আমার এবার অনেক বড় আশা ছিল। ব্যক্তিগতভাবেও। কিন্তু এভাবে প্রথম ম্যাচে ইনজুরি নিয়ে ফিরে আসা ভালো লাগার কথা নয়। এভাবে চলে আসাটা হতাশার ব্যাপার। এমন একটা ইনজুরি, অনেক সময় নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। এখন উচিত যতদ্রুত সম্ভব সুস্থ হয়ে মাঠে ফিরে আসা।’
আপাতত বাংলাদেশ দলের একটা সমস্যা হলো— তামিমের বিকল্প হিসেবে কাউকে খুঁজে পাওয়াটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। তামিম ছাড়া বাংলাদেশের জন্য এশিয়া কাপের বাকিটা খুব কঠিন হওয়ার কথা।
আপাতত তামিম মাঠের বাইরে বিশ্রাম নেবেন। এক সপ্তাহ পর আবার পরীক্ষা করে দেখা হবে তার ভাঙা হাড়ের কী অবস্থা।