সৈয়দ আশরাফ অসুস্থ, সংসদে ছুটি মঞ্জুর

ডেস্ক রিপোর্ট

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ৯০ কার্যদিবসের ছুটি মঞ্জুর করেছে জাতীয় সংসদ। আজ মঙ্গলবার থেকে পরবর্তী টানা ৯০ বৈঠক বা কার্যদিবসের জন্য এই ছুটি মঞ্জুর করা হয়। দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের কণ্ঠভোট নিয়ে জনপ্রশাসন মন্ত্রীর ছুটি মুঞ্জুর করেন।

স্পিকার জানান, দশম জাতীয় সংসদের সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থতার কারণে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৯(২) অনুসারে ১৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৯০ কার্য দিবস ছুটির আবেদন করেছেন।

এদিন জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজের মাধ্যমে মন্ত্রী ছুটির আবেদন জমা দেন। চিঠিতে বলা হয়, সৈয়দ আশরাফ অসুস্থ থাকায় সংসদ অধিবেশনে যোগ দিতে পারছেন না। বর্তমানে তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে ভর্তি আছেন। গত সোমবারও তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে। তাঁর সুস্থ হতে আরও অনেক দিন সময় প্রয়োজন হবে। এই অবস্থায় ১৮ সেপ্টেম্বর থেকে একাদিক্রমে পরবর্তী ৯০ বৈঠকের জন্য ছুটির আবেদন করা হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে