প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী। লন্ডন হয়ে আগামী ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন তিনি।

universel cardiac hospital

২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে রোহিঙ্গা বিষয়ে নতুন প্রস্তাবনা তুলে ধরবেন। একই দিন জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

অধিবেশনের ফাঁকে একাধিক বিশ্ব নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায়ও যোগ দেবেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে ২৯ সেপ্টেম্বর রাতে আবুধাবী হয়ে দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে