এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে দুই দলই জয় পেয়েছে। আজ যারা জিতবে তাদের ফাইনাল খেলা সম্ভাবনা বেশি থাকবে।
১৪তম এশিয়া কাপে বাংলাদেশকে সুপার ফোরের প্রথম ম্যাচে উড়িয়ে দেয় ভারত। আফগানিস্তানের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে পাকিস্তান। দুই দলই ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে। আজ দুই দল মুখোমুখি হচ্ছে দুবাইয়ে। যারা জিতবে তাদের ফাইনাল প্রায় নিশ্চিত। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়।
গ্রুপ পর্বে প্রথম মুখোমুখিতে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। দুই দলের লড়াইয়ে উত্তেজনা ছড়ানোর কথা ছিল। কিন্তু নিরুত্তাপ ম্যাচে হেসেখেলে জিতেছে ভারত। পাশাপাশি ইদানীং ভারত-পাকিস্তান ম্যাচে তেমন উত্তেজনাও ছড়ায় না। একপেশে ম্যাচ হচ্ছে প্রতিনিয়তই। শেষ তিন মুখোমুখিতেই এমনটা হল।
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয় ভারত। ফাইনালে প্রতিশোধ নেয় পাকিস্তান। এবারও এশিয়া কাপের গ্রুপ ম্যাচে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার কি হয় সেটাই দেখার।
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আর্কষণীয় লড়াই হচ্ছে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচের মতো এ ম্যাচের টিকিটও আগেভাগে বিক্রি হয়েছে।
ম্যাচটি চিরপ্রতিদ্বন্দ্বী দু’দেশের জন্য মর্যাদার লড়াই। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখনও এগিয়ে পাকিস্তান। এর আগে ১৩০ ওয়ানডেতে ভারত জিতেছে ৫৩ ম্যাচ। পাকিস্তানের জয় ৭৩ ম্যাচে। তবে এশিয়া কাপে ভারত এগিয়ে আছে। কাপে দুই দল মুখোমুখি হয়েছে ১২ বার। ভারতের জয় ৬টি, পাকিস্তানের ৫টি। ১টি ম্যাচে ফল বের হয়নি।
আজ মরুর বুকে দুই দলের ক্রিকেটাররা পুরো ক্রিকেটবিশ্বকে আরেকটি হাইভোল্টেজ ম্যাচে উপহার দিতে পারেন কিনা সেটাই দেখার।