কক্সবাজারে অস্ত্রের কারখানার সন্ধান

সারাদেশ ডেস্ক

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় বেশ কিছু অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অস্ত্র কারখানা সন্ধান পাওয়া গেছে।

গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ।

গ্রেপ্তার মোহাম্মদ ইসহাক বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকার বাসিন্দা।

ওসি বলেন, বড় মহেশখালীর পাহাড়ি এলাকায় অপরাধী চক্র অস্ত্র মজুদ করেছে খবরে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে বেশ কয়েকজন পালিয়ে গেলেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।পরে পুলিশ গ্রেপ্তার ইসহাকের স্বীকারোক্তি মতে অস্ত্রের কারখানার সন্ধান পায়। সেখান থেকে ১০টি দেশীয় তৈরি বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি প্রদীপ কুমার।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে