ইভিএম সম্পর্কে ধারণা দিতে মেলা করবে ইসি

ডেস্ক রিপোর্ট

নির্বাচন কমিশন (ইসি) ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিষয়ে ভোটারসহ বিভিন্ন অংশীজনদের ধারণা দিতে মেলা করতে যাচ্ছে। আগামী ১৪ ও ১৫ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী এ মেলায় ইভিএমের ব্যবহার দেখানো হবে। দেয়া যাবে ‘ডামি’ ভোটও। তবে এ ভোট দিতে নিবন্ধন করতে হবে আগ্রহীদের। ইভিএমে ভোট দিতে হলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে।

universel cardiac hospital

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের গণসংযোগ কর্মকর্তা হুসাইন মো. আশিকুর রহমান জানান, ডেমো ভোট দিতে www.nidw.gov.bd/evm এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করা যাবে ৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সম্প্রতি দেড় লাখ ইভিএম কিনতে তিন হাজার ৮২৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। আগামী নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। যদিও ইভিএমের পক্ষে-বিপক্ষে রয়েছে নানা আলোচনা-সমালোচনা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে