যুবরাজবিরোধী ৩ সৌদি নাগরিকের ‘বিকল্প নোবেল’ লাভ

আন্তর্জাতিক ডেস্ক  

কারান্তরীণ থাকা তিন সৌদি নাগরিক ‘বিকল্প নোবেল পুরস্কার’ জিতেছেন। এই তিনজন সৌদি আরবের বর্তমান শাসনব্যবস্থায় পরিবর্তনের জন্য শান্তিপূর্ণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাদের ১০ বছর ও ১৫ বছর পর্যন্ত সাজা দেয়া হয়েছে।

পুরস্কার জেতা ওই তিন নাগরিককে সৌদি আরবের বর্তমান শাসনব্যবস্থা, বর্তমান বাদশাহ এবং যুবরাজবিরোধী বলে আখ্যায়িত করা হয়ে থাকে। খবর আল-জাজিরার।

universel cardiac hospital

সুইডেন থেকে ‘অলটারনেটিভ নোবেল প্রাইজ’ নামের বিকল্প এ নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান ১৯৮০ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।

পুরস্কার বিজয়ী তিনজন হলেন আব্দুল্লাহ আল-হামিদ, মোহাম্মদ ফাহাদ আল-কোহাতানি এবং ওয়ালেদ আবু আল-খায়ের। তিনজনকে প্রাইজমূল্য হিসেবে যৌথভাবে ১ লাখ ১৩ হাজার ৪০০ ডলার পুরস্কার দেয়া হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে