চোট পাওয়া হাত দেখাতে আজ বুধবার ইংল্যান্ড যাচ্ছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এ কথা গণমাধ্যমকে জানিয়েছেন।
বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বললেন, আপাতত শুধু চোট পাওয়া হাতটা দেখাতেই তামিম যাচ্ছে। ওখানে ড. ডেভিডের কাছে যাচ্ছে। আশা করছি অস্ত্রোপচার লাগবে না।
দুবাইয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হাতে চোট পান তামিম। এই চোটেই তামিমের এশিয়া মিশনের ইতি ঘটে। তবে ওই ম্যাচেই বীরোচিত কাণ্ডে সবার প্রশংসাধন্য এখন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যান। ইনিংসের শেষ সময়ে একহাতে একটি বল ডিফেন্ড করে গড়েছেন ইতিহাস। দেশের প্রতি, দলের প্রতি এমন নিবেদন বিরলই বটে।