মুশফিক-মিঠুনের প্রতিরোধে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

অঘোষিত সেমিফাইনালে আবারও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। আবারও ভরসার নাম মুশফিকুর- মিঠুন। পাকিস্তানের বিপক্ষে ১২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তারা দুজন। শ্রীলঙ্কার বিপক্ষেও এশিয়া কাপের প্রথম ম্যাচে বিপর্যয়ের পর এই জুটিতে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ।

১৪৪ রানের জুটি গড়ার পথে মুশফিক আগে হাফসেঞ্চুরি করেন। ৬৬ বলে মিঠুনও পেলেন ফিফটি। বিদায় নেয়ার আগে ৮৪ বলে ৬০ রান করেন মিঠুন। মুশফিক অপরাজিত আছেন ৭৮ রানে। তাতে ৩৪.৪ ওভারে ৪ উইকেটে ১৬১ রান বাংলাদেশের।

universel cardiac hospital

পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন মুশফিক। ২০১৫ সালে পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পথে ১০৬ ও ৬৫ রান করার পর ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি। বুধবার আবুধাবিতে ১২ রানে বাংলাদেশ ৩ উইকেট হারালে আবার জ্বলে উঠলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৬৮ বলে ৩০তম হাফসেঞ্চুরি করেছেন তিনি।

মুশফিক-মিঠুন নামার আগে টানা তিন ওভারে সাজঘরে ফেরেন সৌম্য সরকার, মুমিনুল হক ও লিটন দাস।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে