রাবির সমাবর্তনে দুই সাহিত্যিককে ডি-লিট ডিগ্রি দেয়া হবে

ক্যাম্পাস ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসন্ন ১০ম সমাবর্তনে বাংলা সাহিত্যে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দুই প্রখ্যাত সাহিত্যিককে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রিতে ভূষিত করা হবে।

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক ও দেশবরেণ্য সাহিত্যিক সেলিনা হোসেনকে এ ডিগ্রি দেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর ১০ম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের এ ডিগ্রি প্রদান করবেন।

হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন দুজনই রাবির সাবেক শিক্ষার্থী। তার মধ্যে হাসান আজিজুল হক এ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার গণমাধ্যমকে জানান, হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনের অবদান শুধু দেশে নয়, সারা বিশ্বে স্বীকৃত। এ অবদানের জন্য দেশে বিদেশে তারা বিভিন্ন পুরস্কার, পদক ও সম্মাননায় ভূষিত হচ্ছেন। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সমাবর্তনে ডি-লিট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে