তফসিল ঘোষণার পর সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত : সিইসি

ডেস্ক রিপোর্ট

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা তফসিল ঘোষণার পরই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে বগুড়ায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসন, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।

universel cardiac hospital

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে বলেন, ‘এখনো এটা ঠিক হয়নি, তফশিল ঘোষণার পর কমিশন সিদ্ধান্ত নিবে।’

নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে সিইসি বলেন, ইভিএমের জন্য আরপিএম পরিবর্তনের দরকার হবে। সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। তার আগে ইভিএম কীভাবে ব্যবহার করা হয় তা দেখানো হবে। আইনি জটিলতার কারনে ইভিএম ব্যবহার এই মুহুর্তে সম্ভব নয়। তবে এ সংক্রান্ত আইন মন্ত্রনালয়ে পাশ হলে সীমিত আকারে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হবে।

ডিসেম্বরের মধ্যে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা আশা করছি নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে। সব দলই নির্বাচনে অংশ নেবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দীকির সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান প্রধান অতিথি ছিলেন সিইসি।

মত বিনিমিয় সভার আগে সকাল সাড়ে দশটায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন সিইসি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে