ইন্দোনেশিয়া জীবিতদের উদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার পালু শহরে ভয়াবহ ভূমিকম্প এবং সুনামি আঘাত হানার পর এখন জীবিতদের উদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীবাহিনী। ধারণা করা হচ্ছে, এখনো অনেক মানুষ বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। খবর বিবিসির।

পালু শহরে উদ্ধারকর্মীরা শহরটির বিভিন্ন হোটেল এবং শপিংমলগুলোতে ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগ্রহ জানান, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই সীমিত এবং ভারী যন্ত্রপাতিও সীমিত। যে পরিমাণ ভবন ধ্বসে পড়েছে সে তুলনায় ওগুলো যথেষ্ট নয়।

এ দিকে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প এবং সুনামিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট জুকো উইদুদু। এ সময় উদ্ধারকর্মীদের দিন রাত উদ্ধার কাজ চালানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট জুকো উইদুদু আন্তর্জাতিক সাহায্য এবং ত্রাণ নেয়ার ব্যাপারেও সম্মতি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার বিনিয়োগ বোর্ডের প্রধান থমাস লেম্বং। সোমবার এক টুইট বার্তায় তিনি এ কথা জানান।

উল্লেখ্য, গত শুক্রবার ইন্দোনেশিয়ায় ৭.৫ মাত্রার ভুমিকম্প এবং এর পরে সৃষ্ট সুনামিতে এ পর্যন্ত ৮৩২ জন নিহত হয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে