চট্টগ্রামের মীরসরাইয়ে জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে রেখেছে র্যাব, সেটি থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে।
আজ শুক্রবার ভোররাত তিনটার দিকে র্যাব-৭ উপজেলার জোরারগঞ্জের ‘চৌধুরী ম্যানসন’ নামে বাড়িটিতে অভিযান চালাতে গেলে সেখান থেকে গুলি ছোড়ার শব্দ পাওয়া যায়। এছাড়া বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে জোরারগঞ্জ এলাকায় অভিযানে যায় র্যাব।
অভিযান শুরুর এক ঘণ্টা পর চারটার দিকে র্যাব সদস্যরা চারদিক ঘেরাও করে বাড়ির কাছাকাছি পৌঁছলে বাড়ির ভেতর থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এর কিছুক্ষণ পরে বাড়ির ভেতরে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর জঙ্গি আস্তানটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীটি।
সকালে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। যেকোনো সময় বাড়িটিতে অভিযান শুরু হতে পারে।
বাড়ির ভেতরে কেউ হতাহত হয়েছে কি না অভিযান শেষ হলে তা জানা যাবে বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান।
তিনি বলেন, যেকোনো সময় বাড়িটিতে অভিযান চালানো হবে। আস্তানাটিতে তিন থেকে চার জন জঙ্গি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।