অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : ভারত নাকি শ্রীলঙ্কার?

ক্রীড়া ডেস্ক

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। স্টার স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

সেমিফাইনালে বাংলাদেশকে নাটকীয়ভাবে ২ রানে হারিয়ে ফাইনালে উঠে যায় ভারত। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে ৩১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শ্রীলংকা। ভারত-শ্রীলংকা দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উন্নীত। এখনও কোনো ম্যাচ হারেনি দল দুটি।

universel cardiac hospital

১৯৮৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত যুব এশিয়া কাপের প্রথম আসরের ফাইনালে শ্রীলংকাকে ৭৯ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ভারত। এরপর ২০০৩ সালে ফের ফাইনালে ভারতের কাছেই ৮ উইকেটে হেরে ট্রফি হাতছাড়া করেছিল লংকানরা। এরপর ২০১২, ২০১৪ এবং সবশেষ ২০১৭ সালের যুব এশিয়া কাপের ফাইনালের আগেই বিদায় নেয় শ্রীলংকা।

তবে মাঝে ২০১৬ সালে ফাইনালে খেলেও সেই ভারতের কাছেই ৪০ রানে হেরে যায় লংকানরা। যুব এশিয়া কাপের ৭ম আসরের মধ্যে এবারসহ চারবার ফাইনালে খেলতে যাচ্ছে ভারত-শ্রীলংকা। আগের তিন ফাইনালে হেরে যাওয়া শ্রীলংকা সেই আক্ষেপ ঘুচিয়ে শিরোপা নিজেদের করে নেয়ার চেষ্টা করবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে