রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৭ অক্টোবর) র্যাব-২-এর এএসপি মোহাম্মদ সাইফুল মালিক এ তথ্য জানান। গ্রেফতার মাদক ব্যবাসায়ীর নাম মো. আব্দুল মালেক (৪০)।
এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বলেন, ‘তেজগাঁওয়ের ২২ কাওরান বাজার কাঠপট্টি টিসিবি ভবনের পূর্ব পার্শ্বে শাখওয়াত টিম্বার ট্রের্ডাস অ্যান্ড স’ মিলের সামনে থেকে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে একটি ডিনার সেটের কার্টনের ভেতরে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা পাওয়া যায়।’
আসামি মালেক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে কক্সবাজার, চট্টগ্রাম ও টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্যনতুন কৌশল ব্যবহার করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।