কাশ্মিরে বাস খাদে, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে বাস খাদে পড়ে ২০ জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। শনিবার রামবান জেলার জম্মু-শ্রীনগর মহাসড়ক থেকে একটি মিনিবাস খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে কাশ্মির ভিত্তিক সংবাদ মাধ্যম গ্রেটার কাশ্মির এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অতিরিক্ত যাত্রীবাহী বাসটি শনিবার সকালে জম্মু-শ্রীনগর মহাসড়ক হয়ে রামবান থেকে বানিহালের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট নিচে পড়ে যায়।

তিনি আরো বলেন, নিহত ২০ জনের মধ্যে তিন জন নারীও রয়েছেন। নিহতদের সবার পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে